মূল্যহীন মূলার মূল্যবান উপকারিতা জানা আছে তো আপনার!

মূলা শীতকালীন সবজি। শীতের কিছু আগে থেকে পুরো শীতকাল জুড়ে পাওয়া যায়। এটি সাদা, লাল, বেগুনি ও কালো রংয়ের হলেও আমাদের দেশে সাধারণত সাদা ও লাল রংয়ের মূলাই চাষাবাদ হয়। এটিকে আমরা সবাই চিনি। তাই নতুন করে পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন নেই।
মূলার পাতা, ফুল, স্ফীত মূল বা শিকড়, বীজ অর্থাৎ সবই ব্যবহার হয়! তবে আমরা পাতা ও মূলটাই বেশি খেয়ে থাকি। অনেকগুলো রোগের চিকিৎসা ও প্রতিরোধে মূলা ব্যবহৃত হয়। যেমন, জন্ডিস, পাইল্স, মূত্রতন্ত্রের রোগ প্রদাহ নিরাময়, ওজন কমানো, হৃদরোগ, ক্যান্সার, ধবল রোগ, কোষ্ঠকাঠিন্য, অ্যাজমা, রক্তচাপ, ডায়াবেটিস, জ্বর ইত্যাদি।
মূল্যহীন মুলার মূল্যবান উপকারিতা কথা আরও বিস্তারিতভাবে জানতে ভিডিওটি দেখুন।

0 comments:

Post a Comment